মানুষ বলতেই সবারই কিছু না
কিছু ভূল ত্রুটি আছে,
দোষী সবাই সবার কাছে;
তাই বলে তিলকে তো তাল
বানাতে নাই ।
কাঁচের ঘরে বসে বেহুদা
কাউকে ঢিল ছুড়ো না ভাই ।
নিজে সাত্বিক কি ভন্ড না জেনে
কাউকে দিও না লঘু পাপে গুরুদন্ড  ।
পরিনামে তোমারও সব স্বপ্ন আশা
প্রকৃতির রোষে হবে যে লন্ডভন্ড !
অতিরিক্ত কোন কিছু আসলেই
যে ভালো নয় ।
অযাচিত কারো উপকার কি ক্ষতি
করলেও প্রায়শই মন্দ হয় ।
উগ্রতা পরিহারে পথ চলাই শ্রেয়,
কি নিয়ে কর বিগ্রহ দ্বন্দ্ব ?
স্রষ্টার সকল সৃষ্টি মধ‍্যপন্থায় চলে,
তার যে এটাই পছন্দ ।


রচনাকালঃ- দুপুর ২.২৯টা, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ মিরপুর, ঢাকা ।