মহাকালের মহাদূর্যোগ কভিড-১৯
মহামারি শেষ হতে না হতে ।
তীব্রতর মারামারি আরম্ভ করেছে
মানুষ সারা দুনিয়াতে ।


মাত্রাতিরিক্ত খুন ধর্ষণ লুন্ঠন আর
দূর্নীতিতেও হল মাতোয়ারা ।
দুষ্টের দানবীয় কর্মকাণ্ডে শিষ্টগন
আজ সবে হচ্ছে যে দিশেহারা ।


অথচ আল্লাহ্ হরি ঈশ্বর ডেকেছে
নাস্তিকও যখন ছিল ঘর বন্দী ।
কিন্তু করোনা কমতে না কমতেই
ভুলে মানুষ আঁটছে কত ফন্দী ।


বিপদ কেটে গেলেই অকৃজ্ঞ মানুষ
করে স্বভাবসুলভ আচরণ  ।
নির্বোধরা বুঝতেই চায়না বারবার
এই আচরণই যে দুঃখের কারণ ।


একটুখানি স্বাধীনতা পেলে মানুষ
হয়ে উঠে অসীম বেপরোয়া ।
তারা কখনই শিষ্ট থাকেনা যদি না
পায় কভু সঠিক ধর্মের ছোঁয়া ।


রচনাকাল- রাত ১০.১৪টা, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।