নিঃসন্দেহেই ধর্ম শান্তি ও কল্যাণকর
তবে ধার্মিক ও ধর্মবাজ ভিন্ন বিষয় ।
তন্মধ্যে সেই মানুষেরাই সবচেয়ে যে
বেশী নিকৃষ্ট যারাই মুনাফেক হয় ।


এরা ধর্মের মধ্যে থেকেই উদারতার
নামে স্বীয় ধর্মকে করে বিষোদগার ।
অন্যদের কাছে মহান হতে স্ব-ধর্মের
কুৎসা রটায় এই সকল কুলাঙ্গার ।


স্ব-ধর্মের বিচ্ছিন্ন বিষয়গুলোকে তুলে
ধরে করে স্বীয় পাণ্ডিত্য প্রদর্শন ।
মুখোশধারী জাতশত্রুদের সুপ্ত হিংসা
উস্কে দিলে তারা দেয় শুভেচ্ছা বর্ষন ।  


স্ব-ধর্মের নিন্দাকারী মুর্খ বিধর্মীদের
হিংসুটে অন্তর করে দারুণ পরিতৃপ্ত ।
তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে তার
বিপথগামীতাকে করে আরও সুদৃপ্ত ।


অথচ ঐ মূঢ় স্বীয় স্বার্থ সিদ্ধির তরে
সব বানোয়াট তথ্যে করে বিভ্রান্ত ।
উদাসীনদেরও ধর্মে ফেরার পথ বন্ধ
করে সমাজকেও করে তুলে অশান্ত ।


এরা না পারে ক্ষতি করতে ঐ ধর্মের
টিকিটারও, না পারে তার স্রষ্টার ।
বরং চরম ক্ষতিটা করে তার নিজের
আর কতেক হতভাগা পথভ্রষ্টার ।