সুসভ‍্য দাবীদার মানুষগুলোর
মস্তিষ্ক প্রসূত এই পুঁজিবাদ ।
ধর্ম বর্ণ জাতি গোত্র সার্বভৌম
সবই করল বরবাদ ।
একমুঠো আহারেরও সন্ধানে
কেউ ঘুরে পথে পথে ।
কেউবা স্বর্ণ মিশ্রিত আহারের
পর আয়েশে ঘুরে স্বর্ণ রথে ।
কারো কভু হয়না পুরা সাধ‍্যের
সাথে নূন‍্যতম সাধ ।
কারো জন‍্য ভোগ বিলাসে এই
দুনিয়া পুরোটাই অবাধ ।
মরণ ব‍্যাধিতে ধুঁকে ধুঁকে কেউ
বেঁচে আছে বিনা চিকিৎসায় ।
কেউবা মরেও লক্ষ লক্ষ টাকা
বিল উঠাচ্ছে কোমায় ।
কেউ জীর্ণ শীর্ণ অপুষ্টিতে ভুগে
অর্ধাহারে অনাহারে ।
কেউবা মরছে খেয়েদেয়ে অতি
পুষ্টির খাদ‍্য সমাহারে ।
লক্ষ কোটি টাকা কেউ উড়ায়
আমোদ প্রমোদের তরে ।
কত উদ‍্যোক্তা পুঁজির অভাবে
বেকার বছর বছর ধরে ।
কেউ নগ্ন পায় স্কুলে যায় বনে
কত বিশ্ব সেরা বিজ্ঞানী ।
কপ্টার চেপে পড়তে গিয়েও
কেউ হয়না মোটে জ্ঞানী ।
এই অসম প্রতিযোগিতার সৃজন
শৈলীতে জীবন ওষ্ঠাগত  ।
পুঁজিবাদ নিয়ত করছে বিবাদ
শুধু জীবিকার জন‍্যে যত ।
মরে বেঁচে আছি সবে সভ‍্যতার
গনতান্ত্রিক ধ্বংস স্তুপে ।
আর আধুনিকতার মহড়া করছি
জাহেলিয়াতের অন্ধ কূপে ।
পুঁজিবাদের এই গনতন্ত্র কিংবা
গনতন্ত্রের এই পুঁজিবাদ ।
মনুষ‍্যত্বের বিকাশ রোধে রচিত
শয়তানের সফল চাষাবাদ ।


রচনাকালঃ-বিকাল ৫.০৭টা, বৃহস্পতিবার, ১২ কার্ত্তিক ১৪২৮, ২৮ অক্টোবর ২০২১. মিরপুর, ঢাকা ।