আধুনিক মানুষেরা নাকি সর্বভুক প্রাণী বলে  
কোন প্রাণীকে যখন খেতে রাখেন না বাদ ।
তাদের আছে সুখবর, মোদের বাংলাদেশে
রে ভাই যত্ন সহকারে হচ্ছে মশার চাষাবাদ !  


এডিশ-এনোফিলিস-কিউলেক্স-হেমাগোগাস
প্রায় সব জাতের মশা হেথা হচ্ছে উৎপাদন ।
আমরাও বেশুমার বেকার তাই, নয়া বাণিজ্য
সৃষ্টি করে মশাগুলোকে চাই বিদেশে বিপণন ।  


খাচ্ছেন যখন সব কিছু, তবে মশা নয় কেন ?  
এটাও যদি খান মোদেরও হতো কর্মসংস্থান !
এরা তো মন্দ কিছুই খায় না, খায় মানুষের
রক্ত আপনাদের শরীরও হবে পোক্ত বলবান !


শর্ত হল- কিনতে হবে অতি গোপনে, না
যেন জানে সরকার,  এ যে অমুল্য সম্পদ !
যদিও ভাই জনগণের হবে প্রভুত উপকার,
তবু কতৃপক্ষ জানলে হবে বেকারের বিপদ ।  


বিশ্বব্যপী চলছে এখন পশুহত্যা নিষেধাজ্ঞা
তাই বুঝি সরকারের প্রত্যয় মশা না মারার  ।
আমরা মানছিও না তা, তবু যদি বাঁচে মশা
উৎপীড়িত জনতা, যদিবা বাঁচি সব বেকার ।    


রচনাকালঃ- ১২.২৮টা শনিবার, ৯ চৈত্র ১৪২৫
১৫ রজব ১৪৪০, ২৩ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা ।