নিত‍্য শুনি লোকের মৃত্যুর খবর
আমায় কেন যে ডাকে না কবর  
যখন তখন কত মরছে বন্ধু স্বজন
আমারই মরণ কেন যে আজও হয়না ?
সয়না ওগো সয়না দিলে আর তো ব‍্যথা সয়না  ।


কাঁচা বাঁশের সখের খাচা ছেড়ে
কোন সুদূরে ময়না গেছে উড়ে
যারে একটু না দেখলে প্রাণ ছটফট
করত তারে আর কোথাও দেখা যায়না ।
সয়না ওগো সয়না দিলে আর তো ব‍্যথা সয়না  ।


সাত মহলার গড়ে দিতাম বাড়ি
সুখ আনতে দিতাম সাতসাগর পাড়ি
মনের ভুলেও একবার যদি সে
আমার কাছে ধরতো এতোটুকুও বায়না ।
সয়না ওগো সয়না দিলে আর তো ব‍্যথা সয়না  ।


যার কোকিল কন্ঠের কথা শুনে
হৃদয় ভরে থাকতো চির ফাগুনে
যার হাসি আমায় করতো উদাসী
কত কথা কইলেও আজ কোন কথাই কয়না  ।
সয়না ওগো সয়না দিলে আর তো ব‍্যথা সয়না  ।


সাত রাজার ধন মানিক রতন
তারে এনে দিয়ে করতাম যতন
ভালোবাসা উজার করে দিতাম
তারে কত মনের মতো হীরে মতির গয়না ।
সয়না ওগো সয়না দিলে আর তো ব‍্যথা সয়না  ।