ওহে মোদের স্বপ্ন আর গৌরবের
প্রতীক পদ্মা সেতু ।
তুমি মানুষের মাথা খাবার বায়না
ধরেই বসেছ যেহেতু ।


তবে কেন যার তার মাথা চাও ?  
বরং আমারি মাথা খাও ।
দোহাই তোমার দুঃখী মায়ের দুখ
ধনদের বড় হতে দাও ।


তারা দেখুক না খোদার সুন্দর এই
দুনিয়ার আলো বাতাস ।
গড়ুক না নতুন দিনের সম্ভাবনার
শান্তি সুখেরই আবাস ।


আমরা যারা ত্যক্ত বিরক্ত করতে
পারিনা অন্যায় আপোষ ।
তুমি এমন মানুষদের মাথা খাও
কেউ দেবেনা তো দোষ ।


ওহে স্বপ্নচারী অহংকারী বিলাসী
দেশবাসীর পদ্মা সেতু ।
মুণ্ডু খাবে খাও শিশু বাচাও; খাও  
আমারটাই, আমি দায়ী যেহেতু.....


রচনাকালঃ- দুপুর ১.০৭টা বুধবার ১৬ শ্রাবন ১৪২৬,
২৭ জিলকদ ১৪৪০, ৩১ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা