ও মুসলমান ভাই কেন বলিস সদাই
আমার কোন উন্নতি নাই উন্নতি নাই ?
উন্নতি কি এমনিই আসে ? এর জন্য
শুধু শ্রম নয় কিছু নিয়মও জানা চাই !


তুমি যতই কর সুষ্ঠ পরিকল্পনা প্রণয়ন
আর নিরলসভাবে যতই করনা কাজ ।
কস্মিনকালেও তোমার হবেনা উন্নয়ন
যদি ওয়াক্ত মত ভাই না পড় নামাজ ।


যত কর ব্যবসা বাণিজ্য কর রোজগার  
কিভাবে হয় উন্নতি না রাখলে ঈমান ?
সারা দিন গীবত মিথ্যার বাগাড়ম্বর কর
কিন্তু করনা তো মোটেও যাকাত দান !


যারা করবে প্রাণ ভরে দোয়া তোমায়
সেই মা বাবাকে তুমি দাও কত কষ্ট !
অথচ জানো না রে অধম তাদের করা
উফ্‌ শব্দেই তোমার সাধনা হবে নষ্ট ।  


সাফল্যের তরে আছে ইবাদত বন্দেগী  
তা ধ্যান মগ্নে করতে হয় শেষ রাতে ।
সফলতা অর্জন সম্ভব নয় কিছুতে যদি
না কেউ জেগে উঠতে পারে প্রভাতে ।


ও ভাই মুসলমান তুমি করছ কি সন্ধান
তোমার সাফল্যের সুত্র কোথায় রয়েছে ?
নবী মোহাম্মদ ( সাঃ ) তোমার উন্নতি
প্রগতি প্রভুর কাছে যে ভিন্নভাবে চেয়েছে !  

শোকর গুজার ঈমান আমল দান সদকা
তুমি যদি করতে পারো যথাযথ ভাবে ।
তবে তোমার তো কথা নয় তুমি থাকবে
সুখ শান্তি সম্মান ধন সম্পদের অভাবে !


-সন্ধ্যা ৬.৫৭ টা ১০/১২/২০১৮ রবিবার
মিরপুর ঢাকা ।