আল্লাহ্ পাকের প্রেরিত প্রায় সকল নবী
আর প্রকৃতির সৃষ্ট যতসব সহজাত কবি ।
অদ্ভুত মিলেছে তাদের কিছু কিছু বিষয়
তাদের চেয়ে দুঃখ কষ্ট কারোই বেশী নয় ।
তাদের জীবন ভরা লাঞ্চনা গঞ্জনা বঞ্চনা
তা সত্বেও তারাই দিয়েছে সান্ত্বনা প্রেরণা ।
তারা হারিয়েছে যেমন সব চাইতে বেশী
তাদের জন‍্যই আলোকিত এই জগৎ বাসি ।
তারা নিঃস্বার্থভাবেই করেছে সবার জন‍্য
যাদের জন‍্যই মানব জাতি হয়েছেও ধন‍্য ।
তারা উভয়ই বলেছে নীতি আদর্শের কথা
যা আজ হয়ে রয়েছে দেশ ও জাতির প্রথা ।
যদিও পার্থক্য তাদের আকাশ ও পাতাল
তবুও বহু মিল তাদের জীবনের হালচাল ।
সহজে কিছুই যেন পায়নি নবী রসূলগন
কবিদেরও প্রায় সর্ব ক্ষেত্রে ভেঙেছে মন ।
এই দুই সত্ত্বাই যে কারণে পেয়েছে যন্ত্রণা
হয়তো মানুষকে দিতে সঠিক বাঁচার মন্ত্রণা ।
যেহেতু তারা জাতি ধর্ম সমাজের মুখপাত্র
তাই স্বয়ং প্রভু ও প্রকৃতিরই তারা যে ছাত্র ।
তারা হেথায় সুন্দর সমাজ চেয়েছে বলে
প্রভু ও প্রকৃতি তাদের কষ্টটা করায় কৌশলে ।