ধর্মই কেড়েছে নাকি নারীর স্বাধীনতা
তাই মানে না নারী পুরুষের অধীনতা ।
কত আন্দোলন করে আদায় হল নারীর ক্ষমতায়ন ।


সেই স্বাধীনতা মানে নাকি স্বল্পবসনা
ঘরের বাইরে ক‍র্মস্হল, নহে ঘরকন‍্যা
অধঃস্তন থেকে হঠাৎ উলম্ফনে তারা সবে হলও উর্ধতন ।


ঐ নারী নেত্রীর তৈরি যত পুরুষ চেলা
নারী নিয়ে প্রকাশ‍্যেই করছে কত খেলা
অবস্থা দৃষ্টে বুঝি চেলাদের খেলা দেখে খুশি নারী নেতৃগন ।


ক্ষমতায় গিয়ে নারী যত করে বাড়াবাড়ি
ততই যেন বাড়ছে ঐ নারীরই আহাজারি
পাল্লা দিয়ে বাড়ে যেন ততই বিচ্ছেদ পরকীয়া ধর্ষণ ।


ক্ষমতা ধরে রাখতে যে লাগবে বাহুবল
ভদ্র দিয়ে হবে না তাই চাই খবিশ খল
ক্ষমতায়ন হতে নারীর আবার এদেরই সদা প্রয়োজন  ।


তাইতো ক্ষমতাবান হয়েও নারী অবলা
পুরুষ ছাড়া তো তাদের হয়না পথচলা
তাই যদি হয় তবে কি আর সম্ভব ধর্ষণ রহিত করণ ?


ধর্মের শাশ্বত বাণী আমরা যদি না মানি
আমাদের জীবনে আসবেই পেরেশানী
ক্ষমতায়নে হয় খবিশ পুরুষ নয় ধর্মমতে বিশ্বস্ত স্বজন ।


রচনাকালঃ- বেলা ৩.৪৩টা, সোমবার, ১২ পৌষ ১৪২৮,  ২৭ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাক ।