নিজেকে মহাপুরুষ ভাবতে ভাবতে
তুমি তো কাপুরুষ হয়েছ হে পুরুষ !
সেদিকে তোমার আছে কি খেয়াল
আছে কি তেমন কোন জ্ঞান হুশ ?
যে নারীর গর্ভ ছাড়া তোমার কোন
দিন সুন্দর এই দুনিয়া দেখা হতনা ।  
সে নারীকেই বহুকাল ধরে অবজ্ঞা
ভরে দিয়ে যাচ্ছ কত না যাতনা !
এই ভবে যত পুরুষ তার শৌর্য বীর্য
সফলতা প্রদর্শনে করেছে বাজিমাৎ ।
খুঁজে দেখো সেই সাফল‍্যের পিছনে
রয়েছে কোন না কোন নারীর হাত ।
যার হাতে রান্না খেয়ে মমতার পরশ
পেয়ে তুমি আছন্ন আছো দিবা ঘুমে !
তবে সেই নারীই কেন কাঁদে বাঁচার
অধিকারটুকু নিয়ে নিজ বাস ভূমে ?
পুরুষালি গায়ের জোর দেখিয়ে তুমি
কি তাদের অবলা ভেবে হয়েছ দানব ?
নাকি কষ্ট গ্লানি মাথায় নিয়ে তোমার  
প্রমাণ করা উচিৎ তুমি আদতে মানব ।
কিন্তু তুমি তা পারনি, তুমি তা করনি
বলেই আজ মা বোনেরা রাজপথে ।
তুমি এবার গৃহবন্দী থাকবে হে মশাই  
ঠুটো জগন্নাথ হয়ে ফিরে উল্টো রথে ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.১২টা, সোমবার, ৮ মার্চ ২০২১,
মিরপুর, ঢাকা।