রূপালী পর্দা কাঁপানো সেই
পুরুষটিই কি নায়ক ?
না, সে তো নায়ক নয় ।
একটি চরিত্র চিত্রায়ণে শুধু
সে নিখুঁতভাবে করে
ঐ নায়কের অভিনয় ।
নায়ক তুমি আমি সে, যে
সততার সাথে ইহলৌকিক
পারলৌকিক করছি কর্ম ।
নায়ক সে, কারো কল‍্যানে
কাউকে করেনা ভেদাভেদ
যে দেখে না জাতি ধর্ম ।
নায়ক সে স্বীয় সুখ স্বাচ্ছন্দ‍্য
জলাঞ্জলি দিয়ে যে অন‍্যের
মুখে ফোটায় হাসি ।
নায়ক তো সে যে সত‍্যের
জন‍্যে দেশ জনতার জন‍্যে
হাসি মুখে পড়ে ফাঁসি ।
যে সৎ সাহসে লড়াই করে
ভালোবাসার নামে করেনা
প্রতারণা হয়না স্বার্থপর ।
যে আত্মনির্ভরশীল থাকতে
থাকে সদা সচেষ্ট অন‍্যের
উপর থাকেনা নির্ভর ।
নায়ক সে যে প্রতাপশালীর
করেনা মোটে তোষামোদী
নেয় না পদ পুরস্কার ।
বারবার ব‍্যর্থ হয়েও যে সৎ
ভাবে চেষ্টা চালাতে থাকে
আবার উঠে দাঁড়াবার ।
তাই সৎ সাহসী ধৈর্য্যশীল
প্রজ্ঞাবান নিরহঙ্কারী আর
হলে প্রভুর গোলাম ।
হ‍‍্যাঁ, কেউ মানুক না মানুক
প্রকৃত নায়ক সে, হলফ
করে তা বলে গেলাম ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, রবিবার, ৯ শ্রাবণ ১৪২৯,
২৪ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা  ।