আমার চক্ষুদ্বয় সদা রাখতে শীতল
আত্মপ্রত্যয়ী করে রাখতে মনোবল
হে প্রিয়া তুমি যে ছিলে আমার স্বপ্ন
সরোবরে প্রস্ফুটিত এক নীলকমল  ।


বল কি করে তোমায় না দেখে তবে
অশ্রু সংবরণ করে বাঁচবো এ ভবে
কতদিন হলো দেখি না তবুও সেই
স্মৃতিগুলো অমলিন আছে অনুভবে ।


পবিত্র ভালোবাসাটা শিকেয় তুলে
হয়তো চলছো সব ভুলে দিল খুলে
অন্তত তুমি এটা পারবে বলে কভু  
বিশ্বাসই করিনি আমি মনের ভুলে ।


ফুলে ফুলে সাজানো সেই মরুদ‍্যান
এভাবেই করে দিতে পারলে বিরান
একটি বারও ভাবলে না তুমি ছাড়া
কি করে বাঁচবে এই পাগলের প্রাণ ?


সবার কাছে সবাই পায়না প্রেরণা
তোমায় পেয়ে করি অসাধ‍্য সাধনা
সব হারানো আমি হতাম সর্বসেরা
মনে জন্মেছিল প্রবল সেই বাসনা ।


কি এমন ঘৃণা জন্মিল আমার প্রতি
সম্ভবনার জীবনে এনে দিলে দূর্গতি
তুমি কি পারবে নিজেকে বুঝাতে
যখন হবে এর দ্বারা করুণ পরিণতি ?


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭:৩৯টা, সোমবার, ৮ কার্তিক ১৪২৯, ২৪ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।