আমরা নাকি সবাই সুশিক্ষিত, অথচ
কারো সাফল‍্যে দেই না কৃতিত্ত্ব ।
বরং হিতাহিত জ্ঞানকাণ্ড ভুলে সবাই
সবার উপর করতে চাই শুধু কতৃত্ব ।
নিজে তেমন কিছু জানি বা না জানি
শুধু চাই সর্বদাই বলতে ।
কেউ পছন্দ করুক না করুক যেমন
খুশি তেমন সাজে চাই চলতে ।
আজকাল তো কারো ভালো লাগা না
লাগার কেউই দেয়না গুরুত্ব ।
তবুও সবাই সবার উপর করতে চাই
দণ্ডমুণ্ডের কর্তার মতো কতৃত্ব ।
নিজেরা নিজেরাই টাকা পয়সা দিয়ে
ভাই কিনছি নিজের পদক ।
নিজের কি কৃতিত্বের খবর শোনাতে
নিজেরাই বাজাই বাদ‍্যি বাদক ।
আগ্রাসনের যুগে আত্মকেন্দ্রিক আর
আগ্রাসী হই সবে থাকিনা মনমরা ।
আমিত্বের দৌড়াত্বে আর পোষাকের
চাকচিক‍্যে সবে দেখাই হামবড়া !
লাজ লজ্জা তো উঠেই গেছে মোটেও
নেই যেন শুভ বোধবুদ্ধি ।
সনদ ছাড়া মসনদে বসার সেই বেশী
করে লড়াই যার নাই আত্মশুদ্ধি ।
নাম ফুটাতে এখন মরছে সবাই ভাবে
না মোটেও কি এর পরিণাম ।
নিজের যোগ‍্যতা বাড়াবার তরে সচেষ্ট
না হয়ে সফলের করি বদনাম ।
তেমন যোগ‍্যতা থাক না থাক, তবুও
সারাক্ষণ নিজে বাজাই নিজের ঢাক ।
কেউই ভাবি না অবাধ তথ‍্য প্রযুক্তির
এ যুগে হয় যদিগো গোঁমর ফাঁক !


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬:১৬, বুধবার, ২৯ আষাঢ় ১৪২৯,
১৩ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।