গনতন্ত্রের আজব এই নির্বাচন প্রক্রিয়া
এটা যে হয়েছে এখন পুরো বিষক্রিয়া ।
যে ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি
সেই ভোটটিই যেন এখন জনবিরোধী !


যেই ভোট প্রার্থী করবে জনসেবা তাকে
জিততে মরিয়া হতে হবেই বা কেন ?
এতো চর দখল নতুবা রাজ‍্য দখলের
আয়োজিত এক মল্লযুদ্ধ যেন !
কেনই বা তাদেরকে বলতে হবে এবার
খেলা হবে খেলা ?
কেনই বা তাদের গভীর ষড়যন্ত্রে পাঁকাতে
হবে নানান ঝুট ঝামেলা ?


কেউবা আবার এটাকে বলছে ভোট যুদ্ধ...
ভোট ছিনিয়ে নিতে মাঠে নামে জ্ঞাতিগুষ্ঠি
শুদ্ধ ?
কেউবা নেয় কঠিন শপথ যেভাবে হোক
তাদের জিততেই হবে....
শুধু জেতাটাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য
এই ভবে ।
জন প্রতিনিধি বানাবার এই নির্বাচন
নেতায় নেতায় যুদ্ধে চিড়েচ‍্যাপ্টা জনগন ।
যাদের মুক্তিতে সৃষ্টি হয়েছিল এই গনতন্ত্র
আজ সেটাই কি সমাজ ধ্বংসের মূল ষড়যন্ত্র ?


রচনাকালঃ- রাত১০.৪৮টা, সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।