দেশের জনগণ
সবাই শুনুন দিয়া মন
এবার নির্বাচনে
সকল জনগণে
যেন নির্ভয়ে করি অংশগ্রহন ।


ভোট হল আমানত
করবোনা খেয়ানত
তাকেই দেবো ভোট
যে করবে সমাজ উন্নয়ন ।


আমরা চাইনা ভিক্ষা
চাই স্বাবলম্বীর শিক্ষা
যে দেখাতে পারবে সে পথ
মোদের তাকেই প্রয়োজন  ।


ভোটে যে দেবে টাকা
তার বাক্স রাখি ফাঁকা
নইলে পাঁচটি বছর হবে
সে যে দাদন মহাজন  !


সৎ যোগ‍্য প্রতিনিধি
যদি না বানাই বিধি
মোদের উপর করবে
যে সদাই অভিশাপ বর্ষণ !


যে হবেনা তো শাসক
হবে জনতারই সেবক
বিপুল ভোটে তাকেই
তো মোরা করবো নির্বাচন ।

না দেখেই পূর্ব ইতিহাস
কথায় করবোনা বিশ্বাস
নয়তো ঐ একজনেই করবে
জিম্মি করলে ক্ষমতা গ্রহন ।


একই ভুল বারেবারে
আর তো করবোনারে
যতই হাতে পায়ে ধরে
ধরুক ওরা করুক মায়া ক্রন্দন ।


আমরা আর নইযে বোকা
প্রতিবার খাবো না ধোঁকা
কেউ নইতো খুকুখোকা সবাই
যে এবার হয়েছি সচেতন ।


রচনাকারঃ- রাত১১.০টা, শুক্রবার, ১৩ কার্ত্তিক ১৪২৮, ২৯ অক্টোবর ২০২১, মিরপুর, ঢাকা  ।