আমাকে স্বাধীনতা দিতে হবে স্বাধীনতা......
আমাকে দিতে হবে যা খুশির খাওয়ার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে যেখানে খুশি যাওয়ার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে যা চাই তা পাওয়ার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে ইচ্ছে মতো চাওয়ার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে পরিধানের স্বাধীনতা ।
আমাকে দিতে হবে তিরোধানের স্বাধীনতা ।
আমাকে দিতে হবে প্রেম পরকীয়ার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে জরায়ুর স্বাধীনতা ।
আমাকে দিতে হবে সমকামিতার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে ধর্ম নীতি না মানার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে যা খুশি তাই করার স্বাধীনতা ।
আমাকে দিতে হবে উচ্ছন্নে যাওয়ার স্বাধীনতা ।
আমি মুক্তমনা কোন ধর্মীয় গোঁড়ামি মানি না ।
আমি আল্লাহ্ ঈশ্বর গড ভগবান জানি না ।
আমার জীবনকে আমি ইচ্ছে মতো করবো উপভোগ  ।
তোদের মতো সংকীর্ণ মনাদের মত পথ বিশ্বাসের দলে আমি দেবো না যোগ ।
কিসের ধর্ম কিসের সমাজ ?
আমি যা বলবো তাই হবে আজ ।
আমি মানি না কারো অধীনতা ।
চাই স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা অবাধ স্বাধীনতা ।অবশেষে বহু যুদ্ধ বিবাদে পেলাম আরাধ‍্য স্বাধীনতা ।
সাথে সাথে পেলামও কথিত আধুনিক বন্ধুদের বদান‍্যতা ।
যতদিন রইল যৌবন তার মৌবনে কত ভ্রমরের হল
আনাগোনা ।
স্বাধীনতা বলে যা করলাম তা শুধুই অবাধ যৌনতা আর
মাদকতা ।
যখন নিঃশেষ হল যৌবনেরা উদ্দামতা ।
সবাই একে একে সরে দাঁড়াল আমার জীবন থেকে
নেমে এলো রাজ‍্যের দুঃখ কষ্ট জরা ব‍্যধি হতাশা অস্থিরতা ।
সমাজ হতে স্বেচ্ছা নির্বাসন নিয়েছি বলে এলো নিঃসঙ্গতা ।
যখন সবার স্বজন বন্ধু আছে পরিবার সমাজ আছে
আমার কাছে তখন আছে শুধু রাশি রাশি বিসন্নতা ।
জীবন সায়াহ্নে যখন সবাই তার বংশধর দ্বারা সমাদৃত
আমি তখন নিঃসঙ্গতায় করছি নিজেকেই নিগৃহীত ।
তারা যখন অন্তিম যাত্রায় পরমমমতায় যাবে চড়ে স্বজনের ঘাড়ে ।
আমি তখন বেওয়ারিশ লাশ হয়ে প্রোথিত হবো কোন এক ভাগাড়ে ।
অবজ্ঞা ভরে অগ্রাহ্য করেছিলাম প্রভুর প্রতিনিধিত্ব করতে
শয়তানের ধোঁকায় প্রবৃত্তির দাসত্ব করেছি নষ্ট দিলটা ভরতে ।
বেপরোয়া যৌবনের জ্বালায় চেয়েছিলাম যেই স্বাধীনতা ।
কিন্তু সৃষ্টি যে কভু স্বাধীন হয় না তাকে মানতেই হয় কারো না কারো অধীনতা ।
মানুষ তাই কার অধীনস্থতা গ্রহণ করবে, স্রষ্টা ছেড়ে দিয়ে রেখেছেন শুধু দেখতে ঈমান আর মানবিকতা ।
নিয়মে বাঁধা যখন দুনিয়ার সবাই তখন আমি আমাকে ধ্বংসের তরে চেয়েছি স্বাধীনতা ।
আল কোরআনে আল্লাহ্ বলেছেনও "আমি কারো উপর জুলুম চাপিয়ে দেই না তারা নিজেরাই নিজেদের উপর জুলুম টেনে আনে" ।
অবাধ এই স্বাধীনতা তাই ধ্বংসের অপরনাম সফলকাম হতে  চাই নিয়মের বাধ‍্যবাধকতা ।


রচনাকালঃ- রাত ১১.৫৭টা, বৃহস্পতিবার,  ১০ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।