সাবেক কসাই বনে মন্ত্রী মশাই
বলল এসো বন্ধুরা ডিনার খাই
টেবিল ভর্তি রাজভোগের আহা কতই না আয়োজন !
ওদিকে টিভির পর্দায় দুঃখে কাঁদে অনাহারী জনগন ।


দেখে দুঃখে খাচ্ছে না এক কবি
চোখে ভাসে দুঃখী জনতার ছবি
মন্ত্রীকে বলে দেখুন তারা অনাহারে করছে কেমন !
আরে কবি কবে মানুষ হবি ওদের চেহারাই এমন !


খাবার পেয়েছ গোপাগোপ খাও
নইলে পরে সারা জীবন পস্তাও
কোটি কোটি টাকা উজার করে পেয়েছি মন্ত্রীর পদ ।
আমার পড়েছে ঠেকা দেখতে কারো বিপদ আপদ ?


মঞ্চে উঠলে দেশ প্রেমের ভাষন
ক্ষমতায় এলে শোষন স্বৈরশাষন
দেশ লুটে আয়েশ করতে ওরা বিদেশ দেবে পাড়ি ।
জনগন খাটবে গাধার মতন আর করবে আহাজারি ।


জনগনেরও কি কোন দোষ নাই
ওরাই নেতা বানায় এমন কসাই
তাই হতদ্দশাই সঙ্গী হবে তাদের বংশ পরম্পরায়
নিষ্ঠুর কসাই হবে রাজামশাই এ গনতান্ত্রিক ধারায় ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬.৩২টা, রবিবার, ২৯ ফাল্গুন ১৪২৮, ১৪ মার্চ ২০২২, উত্তরা, ঢাকা ।