বড়ই বিচিত্র আমার ভাগ্য
ঘর সংসার থেকেও যেন
বরণ করেছি বৈরাগ্য...
যত হতে চাই দায়িত্বশীল
ততই উল্টো ধিকৃত হয়ে
ক্ষতবিক্ষত করছি দিল ।
যত এড়িয়ে চলছি কাদা
তা নিজেই এসে আমার
চরিত্র নষ্ট করে সদা !  
চাইছি সদা পরের কল্যাণ
আমার অকল্যাণ সাধনে
সবাই ছুড়ছে অগ্নিবাণ !
দেই উজারে ভালোবাসা
পক্ষান্তরে ফিরে পাই
ঘৃণা বিদ্বেষ সর্বনাশা !  
সেটাই ভেবে হচ্ছি ব্যকুল
ভুল সময়ে আমার জন্ম
না এ জন্ম আজন্মের ভুল ?
অদ্ভুত এসব কাণ্ডকারখানা
ঘটেই চলছে এ জীবনে
কিছুই তা ভেবে পাই না ।


রচনাকালঃ- রাত ১০:৩৪টা, বৃহস্পতিবার, ৬ পৌষ ১৪৩০, ২১ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।