ইদানিং মানুষদের মাঝে দেখছি
                      কেমন যেন এক অদ্ভুতুরে প্রবণতা ।
কাউকে বোধহয় আর স্পর্শই
                       করেনা কোন রকমের হীনমন্যতা ।
নাইবা থাকুক তাদের আকর্ষণীয়  
                       চেহারা কিংবা নূন্যতম যোগত‍্যা ।
থাকুক তাদের যতইবা সীমাহীন  
                       মুর্খতা অজ্ঞানতা অবিদ‍্যা অজ্ঞতা ।
মোটেও তাদের জানা না থাকুক
                       সভ‍্যতা কৃতজ্ঞতা শিষ্টতা ভব‍্যতা ।
তবুও তারা হতে চায় স্বঘোষিত
                      সাহেব-বুদ্ধিজীবী-স‍্যার-গুরু-নেতা ।
তারা করতে চেয়ে প্রেমপ্রীতি ঝড়
                      তোলে ঐ সোস্যাল মিডিয়ার পাতা ।
আবার ভয়ানক খেদোক্তিও করে
                      তাতে না পেলে কাঙ্ক্ষিত সফলতা ।
তারা বুঝেও না কি যে বুঝে না
                       অথচ দেখায় তিরস্কারেরও ধৃষ্টতা ।
বুঝিনা একি তবে মানুষদের হল
                      বিকারগ্রস্ততা নাকি চরম উচ্ছন্নতা ?
তা হোক যাই দোহাই ঐ একটাই
                     আধুনিকতা আধুনিকতা আধুনিকতা ।
মানে আধুনিকতাই সভ‍্যতা নয়
                    বরং তার মানে কি সবচেয়ে বর্বরতা ?


রচনাকালঃ- রাত ১১.৫৯টা, ৮ চৈত্র ১৪২৮, ২২ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা ।