শুধু হলেই হলোনা সুন্দরী
থাকতে হয় সুন্দর মন ।
কারণ মানুষের মন যেমন
তার বাস্তবতাও তেমন ।


নিয়তেই নিয়তি এ কথাটি
সবাই জানে সমাজে ।
হায় সুন্দরী বুঝলেনা তুমি
বুঝি না বুঝো কি যে ?  


একটু না হয় হলে সুন্দরী
তা নিয়েই তো অহংকার ?
রূপের রোশনাই শেষ হলে
দেখবে স্বপ্ন সব ছারখার ।


অহংকারে করছ প্রত‍্যাখান
সুন্দর মনের আবেদন ।
জাত‍্যাভিমানে শেষে দেখি
তো জুটে গাইয়া মদন ।


বাহ‍‍্যিক সুন্দরে মুগ্ধ হলেই
কেউ হয়না মনের মানুষ ।
রূপের ঘোর তার কাটলেই
তবে ফিরবে তোমার হুঁশ ।


ওই সুন্দর মনের অশ্রুধারা
তোমার চোখে ঝরবে ।
নিজের চুল ছিড়ানো ছাড়া
তখন কি আর করবে !


অহংকারের পতন হবে তা
দুদিন আগে বা পরে ।
সময় থাকতে বুঝো সুন্দরী
পরে কি হবে কান্না করে ?