যদি অভাব দুর্দশা লাঞ্চনা গঞ্জনা থেকে
জাতিগত ভাবে চাই মুক্তি ।
তবে ব্যভিচার প্রেম প্রীতি বন্ধ করতে
দেখাই না যেন কোন যুক্তি ।


শুধু এসবের দ্বারা যত অশান্তিতে ভুগছি
মোরা, তবু কেন করছিনা বন্ধ ?
সমাজে শান্তি শৃংখলা তবে আসবেই বা
কবে যদি প্রশাসন হয় জন্মান্ধ !


আজব একটা সমাজ ব্যবস্থায় নিশ্চন্তেই
রেখেছি আস্থা ভোগীবাদীর উপর ।
তাদেরই স্বার্থেই তারা সর্বক্ষণ চালাচ্ছে  
প্রশাসন তাদেরকেই করছি নির্ভর !  


না, আর শান্তি শৃংখলা সমাজে ফিরিয়ে
আনার কোন অব্যর্থ ব্যবস্থা নাই ।
যদি এসব সত্যিই চাই তবে আর কিছু
দেখার নাই, ঐ ধর্মেই ফিরে যাই ।


রচনাকালঃ- সকাল ৯.০১টা, বৃহস্পতিবার ৩ শ্রাবন ১৪২৬,
১৪ জিলকদ ১৪৪০, ১৮জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা ।