কিছু লোকের নিজেদের সফলতা
সুখ শান্তি সমৃদ্ধি কিছুই নাই ।
তবুও অযাচিত পরামর্শদাতা যেন
সাজি আমরা সবার সবাই  ।


এটাই তো আমাদের বাঙালিদের
জাতিগত একটি বড় দোষ ।
পরামর্শদাতা সেজে অন‍্যের ক্ষতি
করি পড়ে বন্ধুত্বের মুখোশ ।


গায়ে পরে পরামর্শ কেউ দেই না
কারো উন্নতির জন‍্য ।
বরং কাউকে ক্ষতির পরামর্শদানে
কেউ নিজেকে করি ধন‍্য ।


সংর্কীণ মনতায় ভোগী প্রতিজনে
প্রায় প্রতি ঘরে ঘরে ।
পরের উন্নতি ঠেকাতে নিজ নাক
কেটে দেই যাত্রা ভঙ্গ করে ।


রোগী হলেই পরামর্শ দিতে সবে
সাজে বড় ডাক্তার  ।
ভুল করলেই বাকী সবাই সেজে
যায় উকিল মোক্তার ।


ফ্রি পরামর্শ পেতে পেতে ব‍্যক্তি
যখন হয় মহাবিভ্রান্ত ।
পরামর্শদাতাও সার্থক হই যদি
ঐ ব‍্যক্তি নেয় ভুল সিদ্ধান্ত ।


রচনাকালঃ- রাত- ৯.৪৬টা, মঙ্গলবার., ৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮, ঠাকুরগাঁও ।