সার্থক ‍জীবন যাপন করতে
নিজকে অনন‍্য রূপে গড়তে
থাকলে তো আর চলবে না যে মোটেও অজ্ঞ ।


আবার গাদা গাদা বই পড়ে
সেরা সব ডিগ্রী অর্জন করে
লাভও তো নেই হয়েও বিশ্বের সেরা বিশেষজ্ঞ ।


তাকে যে বলা চলেনা মানুষ
যদি নাইবা থাকে জ্ঞান হুশ
না থাকে তার প্রভু আর উপকারীর প্রতি কৃতজ্ঞ ।


এই আবশ‍্যিক গুনটি ছাড়া
মানুষ হতে চেষ্টা করে যারা
ব‍্যর্থ হবে তারা থাকুক না তাদের শত কর্মযজ্ঞ ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬.৪৬টা, বুধবার, ১৮ কার্ত্তিক ১৪২৮, ৩ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।