রক্তের গরমে করে বাড়াবাড়ি চরমে
তোয়াক্কা যে করেই না কোন কিছু ।
ক্ষমতার দাপটে করে অন‍্যায় অকপটে
কেউ পাত্তা পায়না নিয়ে তার পিছু ।


বিচার সালিশ মামলা তার করে কোন
আমলা থাকে সে ধরা ছোঁয়ার বাইরে ।
তার টিকি ছোঁবে কার সাধ‍্য কবে হবে
এই ভবে তেমন কেউ যেন নাইরে !


ধরাকে সরা জ্ঞান করে সদাই চলে গর্ব
ভরে কেউ যে কিচ্ছুটি করতে পারেনা ।
না হলেও জেল জরিমানা তার জীবনটা
হয় ফানা যখনই আসে অনুশোচনা ।


সময়টা গত হলে জীবন সায়াহ্নটা চলে
অনুশোচনা অনুশোচনা অনুশোচনায় ।
লোহার কাছে সবাই নত সে হয় না ক্ষত
বিক্ষত কিন্তু তাকে খায় তারই মরিচায় ।


রচনাকালঃ-রাত১০.৫৪টা, রবিবার ২৮ নভেম্বর
২০২১, ঠাকুরগাঁও  ।