ব্রাণ্ড ছাড়া তো কিছুই খায় না পড়ে না
ধরে না নব‍্য কতেক ধনীর সন্তান ।
দামী দামী জামা জুতা না হলেই যেন
বাঁচে না তাদের মান সম্মান ।
মাবাবা খেয়ে না খেয়ে সেই সন্তানের
জন‍্যই করেছিল সঞ্চয় ।
সাধের সন্তানটি হামাগুড়ি দিয়ে জাতে
উঠতে করে দুহাতে অপচয় ।
কোথাও দান দখিনায় কিছুতে তাদের
হাত হতে চায়না প্রসারিত ।
কিন্তু হোটেলে বারে দেদারে উড়াতে
অর্থ তাদের হাত অবারিত ।
কেনই বা এমন হয় ? তা গভীরভাবে
ভাবার কথা নিশ্চয় ?
আল্লাহ্ বলেছে অপচয়কারী শয়তানের
ভাই, তাতে আছে কি সংশয় ?
পরকালে মানুষের মুক্তি যে শয়তানের
অসহ‍‍্য, তাই দানে করে বাঁধাদান ।
অপচয়কারী তার ভাই বলে তাকে তো
উৎসাহ দানে করবেই আহবান ।
তাইতো কবিও বলেছেন মনের হরষে
দিবসে জ্বালালে বাতি ।
নিশীথে তারা বাতি পাবেনা, আমি বলি
এরাই তো হয় হা-ভাতি ।
অনর্থক অর্থ না উড়িয়ে যদি পারি করি
পরকালে তরে সঞ্চয় ।
শয়তানের ভাই হয়ে অভিশপ্ত না হতে
আর কিছুতেই নয় অপচয় ।


রচনাকালঃ- সন্ধ‍্যা-৭.৪৮টা, শনিবার, ২০ নভেম্বর ২০২১, তেজগাঁও, ঢাকা  ।