সবে বলে- সত্য বল, সত্য বল
সত্য যখন বলি, কেউ কি তা চায় শুনতে ?  
যতই তাদেরকে দেখাই না যুক্তি
তখনও দেখি তারা চায়না মোটে মানতে ।    


সত্য সদা অপ্রিয়ই হয় তাই ভয়
কখন যে কার সত্য হয় জনসমক্ষে প্রকাশ ।
সুন্দর মুখোশটা খসে পড়লে তো
হাটে হাঁড়ি ভাঙ্গার মত করে হবে সর্বনাশ ।  


সত্য তাই তো হয়েছে সজ্ঞায়িত
যার যার মত বহুধায় রং বেরঙে চিত্রায়িত ।
পেশী শক্তির প্রবল প্রতাপে সত্য  
অসহায় হয়ে হয় মিথ্যার হাতে সত্যায়িত ।


তবে তা নির্বোধের প্রবোধ মাত্র,
সত্য উদ্ভাসিত হবেই হবে আপন মহিমায় ।
তাই সত্য আমি বলবো সর্বদাই
কার প্রিয় না অপ্রিয় আমার কি আসে যায় !  


রচনাকালঃ- বিকাল ৪.৪৮টা, বৃহস্পতিবার ১৩ অগ্রহায়ণ ১৪২৬,
৩০ রবিউল আউয়াল ১৪৪১, ২৮ নভেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।