বন্যদের থেকে প্রাণ বাঁচাতে মানুষ
গড়ে তুলেছিল যেই সমাজ ব্যবস্থা
তার আজকে বড্ড দুর্দিন দূরাবস্থা
বন্যরা নেই বলেই কি হারালো হুঁশ ?  
বসতি গড়তে কেটে সাফাই অরণ্য  
সাজিলো গ্রাম শহর বন্দর নগরে
মজেও রইল এতে আশিক নাগরে
অশ্লীলতা অপরাধে ভরে জনঅরণ্য !


দূরত্ব এলো এক ইটের ব্যবধানে
তবুও থাকছি একাকীত্বে অসহায়
সবাই স্বার্থপর কে কার খবর জানে ।
এক ভবনে থেকেও থাকি অচেনায়
অরণ্য বদলে গেলেও জনঅরণ্যে
সদ্ভাব রেখে চলিনা কেউ কারো জন্যে ।  

রচনাকালঃ- রাত ১১:০৪টা, শুক্রবার,  ২১ পৌষ ১৪৩০, ৫ জানুয়ারি ২০২৪, মিরপুর,  ঢাকা ।