স্বীয় স্বার্থ চরিতার্থেই যারা সারাক্ষণ থাকে মগ্ন
অচিরেই তাদের সব স্বপ্ন করুণ দশায় হয় ভগ্ন ।
আত্মকেন্দ্রিকদের তাই থাকতে দেখি নাই সুখে
প্রায়শই দেখি কারণে অকারণে ভুগতে অসুখে ।

মনের অসুখ দেহে সহসাই করে প্রভাব বিস্তার
মন যদি হয় আগ্রাসী তার নাইরে আর নিস্তার ।
দুনিয়ার ডাক্তার গুলে খাওয়ালেও হবেনা সুস্থ
ধন সম্পদ থাকলেও অঢেল সেই যে বড় দুঃস্থ ।


পরপোকারী না হলে ভবে সুখ নাই পাঁচতলায়
শুকরগোজারী তাইতো সুখে ঘুমায় গাছতলায় ।
দুনিয়াতে সুখ সন্ধানকারীরাই দেখি যত অসুখী
শুধু আত্মকেন্দ্রিক হৃদয়ের জন‍্যই হয় চিরদুঃখী ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বুধবার, ২৮ আষাঢ় ১৪৩০,
১২ জুলাই ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।