একটি সুরম্য অট্টালিকা দেখে বলি
আহা কি দারুন নান্দনিক স্থাপনা !
কিন্তু কখনও কি ভাবি এর পেছনে
রয়েছে কত শোষণ বঞ্চনা প্রতারনা ?


সেই ধনবানদের গণমাধ্যমে দেখি
দেশের তরে রাখছেও কত অবদান !
অথচ তারা অসদুপায়ে হয়েছে ধনী
শ্রেফ অর্থ লোভে কেড়েছে কত প্রাণ !


কিন্তু আমরা পূর্ব ইতিহাস দেখিনা
তার, দেখি শুধু বর্তমান লৌকিকতা ।  
তাই তো আজ সবার দেখি লুটেপুটে
শুধু ধনী হবারই এই অসুস্থ প্রবণতা ।


এর জন্য দায়ী কে ? দায়ী আমরাই
আমাদের যে এখন ধর্মের জ্ঞান নাই ।


রচনাকালঃ- সকাল ১০ টা বাসে বসে  
             রবিবার ৩১/০৯/২০১৮
             মিরপুর, ঢাকা ।