একটি দেশ কি এমনিই উন্নত হয় নাকি গ্রহন
করে সময়পোযোগী সিদ্ধান্ত উন্নয়ন কারক ?
সকল জনতার মাঝ থেকেই নিতে হয় সংশ্লিষ্ট  
কাজে অতি পারদর্শী প্রবুদ্ধ কিছু নীতিনির্ধারক ।


সরকার স্বৈরাচারীই হোক কিনা দেশের প্রকৃত
উন্নয়নবিনা বেশী দিন টিকবে নাতো ক্ষমতায় ।
কিন্তু হায়! এও কি ভাবা যায় দেশের উন্নয়নে
সেই নীতিনির্ধারকেরও নিয়োগ ঘুষের টাকায় !


যারা নিজেরাই বুঝেনা ডান বাম জাতির ভাগ‍্য
উন্নয়ন নামে করে বরং উল্টা আকাম কুকাম ।
নিতে না পারায় সময়পোযোগী পদক্ষেপ ক্ষতি
হয় দেশ জাতির তদুপরি ওরা বাড়ায় স্বীয় দাম !


যারা জাতির উন্নয়নে কায়মনে চালাবে প্রচেষ্টা
নবউদ্ভাবনী তত্ত্ব প্রযুক্তি বাণিজ্য নীতি প্রনয়নে ।
তাদেরও নিয়োগে যদি হয় স্বজন প্রীতি দুর্নীতি
তবে সেই দুর্ভাগা জাতি উন্নতি করবে কেমনে ?