পরিবার তার খেয়ে বাঁচে ভিখ মাগিয়ে
আর উনি ঘুরছে গায়ে হাওয়া লাগিয়ে
পোশাক আসাকে ফুটিয়ে আভিজাত্যের ভাব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


সদা চলতে চেয়ে গা বাঁচিয়ে আরামে
ক'দিন পর পর ভুগেও তাই ব‍্যারামে
ছেঁড়া কাঁথায় শুয়ে দেখে লক্ষ টাকার খোয়াব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


এটা সেটা করেই সে ঘুরে শুধু টই টই
সাপে গিলে বারবার খুঁজতে গিয়ে মই
সে যে শর্টকাট মেরে সেজে বসতে চায় নবাব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


ভাবে বুঝায় যেন কমিউনিজমের যম
নাকি ধর্মান্ধ যাদের আকল বুদ্ধি কম
বুঝা দায় তার গায় কার আর্দশ নীতির প্রভাব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


কি ছাই করার মাথায় ঢুকেছিল পোকা
তাই করতেই আজো ঘুরে বুড়ো খোকা
যদিও তার বাজার বহু আগে হয়েছে সয়লাব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


নতুনের প্রতি মোটে দেখায় না আগ্রহ
পুরোনোটাই আঁকড়ে করে দ্বন্দ্ব বিগ্রহ
সৃষ্টিশীলদের সাথে কভু রাখতে চায়না সদ্ভাব
আর পোশাকের তলে সর্বদা পুষে চলে অভাব
আসলে ঐ অভাব তার লালিত চক্রের স্বভাব ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, রবিবার, ১৩ আষাঢ় ১৪২৯, ২৭ জুন ২০২২, মিরপুর, ঢাকা ।