অথৈ সাগরে পড়ে তোমার হাতটি ধরে
করেছিলাম কত বাঁচার আশা ।
কিন্তু না, তুমি বরং দুর হতে দেখছিলে
আমার ডুবে ডুবে মরার তামাশা ।
কি আশ্চর্য! মানুষ হয়েও মানুষের জন‍্য
একটুও নেই দয়ামায়া ভালোবাসা ?


উপুর্যপরি সাগরের ঢেউয়ের আঘাতে
আগাতে যখন হলাম কুপোকাত ।
তখন তোমার সাগরে নামা তো দুরের
কথা একটুও ভেজালেনা হাত ।
হয়তো ভেবেছিলে বুঝি তাতে তোমার
যাবে জাত, তুমি না অভিজাত !


কোন মহা মানবের জন‍্য তোমার জন্ম
তাই তোমার আছে অনেক মূল্য ।
কোথায় তুমি হলে গো হীরের টুকরো!
আর আমি ধুলো ময়লার তুল‍্য !
কে মরে মরুক না অতল সাগর তলে
তবু পাবে না সে তোমার আনুকূল্য !