মন্দ জেনেও তুমি তার সাথেই যদি মিলাও তাল
তবে জেনে রাখো তোমারও আসবে ঐ দিনকাল ।
যে দিন তুমি হবে তার চিরায়ত স্বভাবের শিকার
যেমনিভাবে করে চলে সে অন্যের সাথে অনাচার!


সে তো নিত্যদিন সীমাহীন করছে কত না কুকর্ম
আর তুমি তার সাথে চলে কি শেখাতে চাইছ ধর্ম ?
না তা কক্ষনো হবে না, কেন না সে যে অভিশপ্ত
তুমিই বরং তার সব কারবার একদিন করবে রপ্ত ।


ভেবোনা সে কোন দিনও তোমার ক্ষতি করবে না
তুমিই তো মরবে বেশী পক্ষে কাউকে যে পাবেনা ।  
কত আপন ভেবে তাকে দেবে সবই করে উজার  
তোমার গোপন বিষয়াদি পেয়ে ও করবে ছারখার ।


কারো সাথে মেশার আগে জেনে নাও তার স্বভাব
মিশলেও সতর্ক থাকো, করোনা পেটে পেটে ভাব ।
সাবধান ঐ অভিশপ্তের তোমাতে ফেলবেনা ছায়া
নইলে তার কুপ্রভাবে তুমি হবেই হবে যে অপয়া ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪০টা, সোমবার, ২২ অগ্রহায়ণ ১৪২৭,
২১ রবিউস সানি ১৪৪২, ২২ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।