সত‍্যের সাধক তুমি নিজেকে নিজে বল যত ।
কিন্তু সত‍্য মানতে তো তুমিও তৈরী নও তত ।
নিগুঢ় সত‍্যটা বললে তোমার পাবো না আর ভালোবাসা ।
যদিও কাউকেই নির্ভর করিনা আল্লাহ্ই আমার ভরসা ।


শুধু তোমার ভালোবাসায় হবে কি জীবন ধন‍্য ?
যদি না হই সার্থক সৃষ্টি বলে প্রভুর কাছে গন‍্য ।
তাই তোমার ভালোবাসা পেতে খেলতে চাইনা পাশা ।
যদিও কাউকেই করিনা নির্ভর আল্লাহ্ই আমার ভরসা ।


আজ হোক বা কাল তোমার সনে লাগতে পারে দ্বন্দ্ব ।
চিরকাল কারো যে যায় না ভালো হতেও পারে মন্দ ।
কোন ব‍্যক্তির উপর ভরসা বয়ে আনতে পারে চরম দূর্দশা  ।
যদিও কাউকেই করিনা নির্ভর আল্লাহ্ই আমার ভরসা ।


চাইনা আপোষ মিথ‍্যা আর অনৈতিকতার সনে।
প্রয়োজনে বাস করবো একা একাই নির্জন বনে  ।
তোমায় আপাত খুশি করতে করবো না কাজ সর্বনাশা  ।
যদিও কাউকেই করিনা নির্ভর আল্লাহ্ই আমার ভরসা ।


সত‍্য সবাই বলতে বলে কিন্তু মানতে পারে ক'জন ?
সত‍্য প্রায়শই অপ্রিয় হয় যা বললে দূরে সরে প্রিয়জন ।
ঐ মিথ‍্যা সম্পর্কে ভালো কিছুর আমিও কভু করিনা আশা ।
যদিও কাউকেই করিনা নির্ভর আল্লাহ্ই আমার ভরসা ।


রচনাকালঃ-বিকাল৪.৩৯টা, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১,
১৪ আশ্বিন ১৪২৮, ঠাকুরগাঁও ।