পাড়া মহল্লার সব বখাটে ছাগল
যদি গো তোমায় না বলে পাগল
তবে তো তোমার বড় হবার দেখিনা লক্ষন ।
কিছুই না কর যদি লোক লজ্জায়
দ্বিধা সংশয় রাখলে অস্থি মজ্জায়
হতাশা ও ব‍্যর্থতাই লেগে থাকবে সারাক্ষন ।


পাগল ডাকটা না শুনেই বা কজন
কেবা করেছে তার সুখ‍্যাতি অর্জন
সেই ডাকে আছে যে প্রভুর সকল রহমত ।
যদি প্রতিষ্ঠা পেতে চাও এই ভবে
স্বীয় সৃষ্টির তরে পাগল হও তবে
পাগল উপাধিতেই লুক্কায়িত যত নেয়ামত ।


মজনুর মতো অত পাগল না হলে
কাঙ্ক্ষিত বিষয় কি সহজেই মিলে
পৃথিবীকে ঋণী কারীরা সবাই যে পাগল !
সৃজনশীলতার পাগল যারাই ছিল
তারাই তো দুনিয়াকে পাল্টে দিল
তাই সৃষ্টি কর স্বীয় পরিচয় ভেঙ্গে আগল ।


রচনাকালঃ-রাত ১১.৫৭টা, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।