সব বুঝে শুনে শেষ করনা বন্ধু
থেকো গো একটু অবুঝ ।
কারণ ততক্ষন তুমি বাড়তেই
রবে যতক্ষণ রবে সবুজ ।
নয়তো যখনই পাকবে তখনই
তুমি দ্রুত যাবে যে পচে ।
ঐ পচা ফল পোকা ছাড়া বল
কার মুখেতে রোচে ?
দোলনা থেকে কবর পর্যন্ত যে
মানুষের শিক্ষার কাল ।
আর তুমি সবই বুঝে ফেললে
এতোটা সকাল সকাল ?
বুঝে না বুঝে কখনো করিসনা
বন্ধু সবকিছু বুঝার ভান ।
মানুষ কভু বলতে পারে না এ
কথা, বলে শুধু শয়তান ।
উপরে উপরে বুঝতে গিয়ে যে
সঠিকটা বুঝতে হয় ভুল ।
একটি ভুল করলেই তো সারা
জীবন দিয়ে যাবে মাশুল ।


রচনাকালঃ- রাত ১১:৫৩টা, রবিবার, ২০ ভাদ্র ১৪২৯,
৪ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।