স্মর্তব্য- আমরা আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রক্ষা কল্পে " কোয়ান্টাম ফাউন্ডেশন " নামক সমাজ সেবা মূলক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিগত কয়েক বছর যাবত ১লা বৈশাখ সহ পুরো মাস জুড়ে ইলিশ নিধন বন্ধ করা সহ সমাজ সচেতনতার নানামুখী কার্যক্রম চালিয়ে আসছি । এবং সন্তোষ জনক ফলও পাচ্ছি । বিগত ৩/৪ বছরে ইলিশের ওজন এবং সংখ্যা বৃদ্ধিও এখন বেশ পরিলক্ষিত । আমরা আহ্বান জানাচ্ছি পুরো বৈশাখ জুড়ে ইলিশ বর্জনের জন্য । কারণ এই মাসে প্রতি ইলিশ বিশ ত্রিশ লক্ষ বাচ্চা দেয় । তাই ইলিশ শুন্য করার জন্য একটি স্বার্থান্বেষী মহল সুকৌশলে ১লা বৈশাখের সংস্কৃতির সাথে একটা হুজুগ মাতিয়ে দিয়েছে । এটা বন্ধ করার জন্য তাই সবার কাছে বৈশাখ জুড়ে ইলিশ বর্জনের লেখা, আলোচনা সহ নানান পদক্ষেপ নেওয়ার আকুল আহ্বান জানাচ্ছি ।  ( সুযোগ হলে আমার গত বছরের ১লা বৈশাখের লেখা কবিতাটিও পড়ার আহ্বান জানাচ্ছি । )  



আজি এই নববর্ষে মনের হর্ষে
যদি জুড়াতেই চাও বন্ধু তোমাদের হিয়া ।  
তবে পান্তাইলিশ কর পরিত্যাজ্য
যত খুশি চাও; মন ভরে খাও পান্তাপিয়া !  


তেলাপিয়া যোগে পান্তা খেয়ে
করি বর্ষবরণ করি বৈশাখে ইলিশ বর্জন ।
তবেই হবে সার্থক দেশ প্রেম
জাতির জন্যেও হবে সেটা সেরা অর্জন ।


এক ইলিশ বৈশাখে বিশ ত্রিশ
লক্ষ বাচ্চা দিয়ে তারা করবে বংশ বৃদ্ধি ।
তাই এই মাস জুড়ে কেউ যদি
ইলিশ না গিলিশ দেশে আসবেই সমৃদ্ধি ।


এমন অগ্যতায় ডুবে থাকলে
মোদের আর কিভাবে হবে গো উন্নয়ন ?  
এসো আর হুজুগে না মাতি
জ্বালাই জ্ঞানের বাতি সবে হই সচেতন ।  


রচনাকালঃ- রাত ৯.০৫টা শনিবার ৩০ চৈত্র ১৪২৫,
৬ শাবান ১৪৪০, ১৩ এপ্রিল ২০১৯ মিরপুর, ঢাকা ।