ইচ্ছেই জাগে না আর
দুই কলম লিখতে ।
ইচ্ছেও জাগে না কভু
আর কিছু শিখতে ।
আজ সবই মনে হয় যেন বেকার ।
কি আর হবে কাউকে
বিলিয়ে দিয়ে জ্ঞান ?
কি আর হবে কাউকে
দিয়ে সত্যের সন্ধান ?
আজকাল ধার ধারে বা কে কার ?
সত্যের পক্ষে থাকবে
সকল জ্ঞানী গুণী ।
মিথ্যার বিপক্ষে তারা
প্রতিবাদী হবে জানি ।
দেখি সব পক্ষেই শুধু পক্ষপাতিত্ব ।
আজ ঘরে ঘরে মানুষ
হয়েছে বটে শিক্ষিত ।
কিন্তু ঐক্য নেই কারো
সবে বিভেদে দিক্ষিত ।
পক্ষপাতিত্বে যায় যাক না ব্যক্তিত্ব !
অবাধ তথ্য প্রবাহের
সত্য মিথ্যা তথ্যে ।
বুদ সবে, খুঁজে না কি
আছে এর নেপথ্যে ।
এই নিয়েই সবার জ্ঞানের বড়াই ।
কিন্তু জ্ঞানীরা যে শুধু
সমাজে চায় শান্তি ।
শুধরে নেয় নিজেদের
মাঝে যত ভুলভ্রান্তি ।
করে কি মুর্খের মতো এতো লড়াই ??
রচনাকাল :- রাত ১১:২৩টা, বুধবার, ২৫ জুন ২০২৫,
ঠাকুরগাঁও, বাংলাদেশ ।