এত সুন্দর হিতোপদেশ দিচ্ছ মানুষকে
শোনাচ্ছ সাফল্যের সুন্দর সুন্দর মন মুগ্ধকর বাণী ।
এত অক্লান্ত কষ্ট করছ তুমি মানুষের মঙ্গলার্থে
তবুও সত্যটাকে আড়াল কেন করছ হে জ্ঞানী ?


তুমি তো রথী মহারথী বিশাল বিদ্যা সাগর
জ্ঞান গবেষক আধ্যাত্নিক গুরু মহাপণ্ডিত গুণী ধ্যানী ।
কিন্তু কি আশ্চর্য ! এত জ্ঞানের সাধক তুমি
তবে সত্যটা কি জানো না ? অথচ তা আমরাই তো জানি !


এত্ত এত্ত গ্রন্থ পড়ছো, জ্ঞান অন্বেষণে সারা জগৎ ঘুরছ
কিন্তু এখনও খুলে কেন দেখছ না হে কোরআন খানি ?  
সত্যিই যদি সত্য না জানো তবে এক্ষুনি তা জেনো
এই ভোলে ভালা মানুষগুলোকে আর করনা গো হয়রানী ।


কতনা ভুলে ডুবে ছিলে কত লোককেও ভুলে দিয়েছ ঠেলে
অন্তর দৃষ্টি খুলে গেলে তোমার অঝরে ঝরবে চোখের পানি ।  
যত মত তত পথ নয়; পথ একটাই হে জগৎ খ্যাত জ্ঞানী,  
যদি সত্যই শান্তি চাই, তবে এসো সবাই আমরা তা-ই মানি ।।