আমার ঐ পাওনাদার
দিলোই না হয় বিচার
মাত্র সামান‍্য ঐ কয়েকটি টাকার জন‍্য !
তুমিও যে সোৎসাহে
আর্জি নিয়ে নিলে হে
আমার বিচার করে হতে চাইলে ধন‍্য  !


লজ্জা করেনি মোটে
বিচার করবে দাপটে
আমার মতো এমন এক সত‍্যব্রতের !
দেশ লুটে ভর ঝোলা
ওরে ভিখারীর পোলা
আবার আসনও গাড়লে বিচারকের !


তোর চেয়ে যোগ‍্য হয়ে
পেটের ক্ষুধা যাই সয়ে
করছিনা তোর মতো অসৎ উপার্জন ।
দেশের ধনসম্পদ লুটে
নেতা হয়েছিস দাপুটে
বান্দীর বাচ্চা করিসও তর্জন গর্জন !


খামোশ ! রে বেয়াদব
শেখাচ্ছি তোকে আদব
প্রমাণ পাওনি আমার আত্মসংযমে ।
চাইলে আমিও পারি
কামাতে যে কাড়িকাড়ি
জানো না বেশী কামাই যে কলমে !


তোর মতো পা চেটে
টাকা পুরি না পকেটে
বলেই তো আছি এতোটাই অভাবে ।
বাণিজ্য কলকারখানা
খেয়ে করেছ আটখানা
তবুও পরিবর্তন আনলে না স্বভাবে ।


তোর লুটের উৎসবে
না খেয়ে থাকি সবে
সেই বোধ তোর কভু কি রে আছে ?
দুর্নীতি না বন্ধ করে
দেশ না দিয়ে গড়ে
পাওনাদার যেন না যায় তোর কাছে ।


রচনাকালঃ রাত ৯:২৬টা, বৃহস্পতিবার, ১৬ চৈত্র ১৪২৯,
৩০ মার্চ ২০২৩, মুন্সীগঞ্জ ।