তৈ তৈ তৈ তৈ তৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
আর পড়তে হয়না বই
স্কুলেতে গিয়ে আমরা
শুধু নাচি তা থৈ থৈ
আর নাচি তা থৈ থৈ !


হৈ চৈ করে দিন কাটিয়ে
সবাই খেলায় মত্ত রই
হাঁস সাজি ব্যাঙ সাজি
পড়তে হয়না বই
মোটে পড়তে হয়না বই ।


তৈ তৈ তৈ তৈ তৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
চড়ুইভাতি খেলায় মাতি
আমরা সকল সখা সই
আমরা সকল সখা সই ।


হৈ হৈ রৈ রৈ কাণ্ড দেখো
নতুন শিক্ষা দীক্ষা শেখো
স্যার ম্যাডাম হ্যাডাম
ভুলে খেমটা তুলে নাচে ঐ
দেখো খেমটা তুলে নাচে ঐ


তৈ তৈ তৈ তৈ তৈ
তৈ তৈ তৈ তৈ তৈ
দুদিন পরে প্রতি ঘরে ঘরে
নটরাজ নর্তকীতে যাবে ভরে  
কাজ কর্ম ধর্ম ভুলে
ঘুরবে সবে টৈ টৈ টৈ টৈ
ঘুরবে টৈ টৈ টৈ টৈ ।


ভিনদেশীরা বলবে দেখে
দেশে সব শিক্ষিতের বেশে
কিন্তু জ্ঞানী গুণী কই ?
আরে জ্ঞানী গুণী কই ?
এ দেশের লোক বড়ই বোকা
তাই দেশটাই কিনে লই
আরে দেশটাই কিনে লই ।

রচনাকালঃ- বিকাল ৪:০৮টা, বুধবার,  ২৮ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।