যেই মানুষের জন‍‍্য তুমি হলে এতোটা ধন‍্য
সেই মানুষকেই কেন হে তুমি কর না গন‍্য ?
বেচারা পরে রয় পথে পথে খেয়ে না খেয়ে
যার জীবনটা কিনা কুকুরের চেয়েও নগন‍্য !


উৎসব উৎযাপনে কর অঢেল অর্থ ছেরাদ্দ
শুধু তার জন‍্যই জুটেনা এতোটুকুন বরাদ্দ ?
পথে থাকা মানুষের না করে ক্ষুধা নিবারণ
তুমি পথের কর উন্নয়ন ওরে বোকার হদ্দ !


সেজেছো সমাজপতি মহাদরদী জননেতা
পথের মানুষের জন‍্যে তবে কেন নির্মমতা ?
তিলোত্তমা করে গড় দেশের অবকাঠামো
নির্মাণ কিন্তু তার আশ্রয়ণে নেই সক্ষমতা !


তুমিই নাকি এলাকার নেতা শ্রেষ্ঠ দাপুটে
তাই কর বাড়ি গাড়ি দেশের সম্পদ লুটে
অথচ সেই অমূল‍্য মানব সন্তানটিকে কভু
দেখনা ময়লার ভাগাড় যে খায় ঘেঁটেঘুঁটে !


ওরে যত নেতা হর্তাকর্তা লুটপাট বন্ধ কর
নইলে ঐ পথে ঘুমাবে তোমারও বংশধর
কারণ কারো খাবার কেড়ে আর জনতার
হক মেরে তুমি হবে যে অভিশপ্ত সওদাগর !


মানুষের নেতা হয়ে যদি মানুষ ভুখা থাকে
জীবদ্দশাতেই কত শাস্তি ভুগতে হবে তাকে
শ্রেষ্ঠশাসক উমর ফারুকের (রা) সাম্রাজ্যে
মেষের পা ভাঙ্গায় সহজে স্বর্গ দেয়নি যাকে ।


রচনাকালঃ- রাত ১১:৫৩টা, সোমবার, ১৭ শ্রাবণ ১৪২৯,
১ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।