যত ছিল প্রাচীন প্রথা, সব কিছুরই তো হল লয়,  
সদম্ভে কেন তবে শুধু টিকে রইল পতিতালয় ?  
একে একে সবি বদলানো সম্ভব হল, বদলানোই
হলনা আজো পতিতালয়, একি তবে হিমালয় ?  


নারীবাদী কতেক দরদী দাদা দিদিদের দেখি সবে
তো পতিতালয় টিকে রাখার পক্ষেই কথা কয় !  
তারা প্রায়ই মিটিং মিছিলেই বরং বন্ধ করতে বলে  
যত সুপ্রতিষ্ঠিত ধর্মীয় শিক্ষালয় ও উপাসনালয় ।

কেউবা আবার পতিতার মেলা বসিয়ে এ পেশাকে
শিল্পের মর্যাদা আদায়ে জীবনভর মরিয়াও রয় ।
পেশাটির প্রমোশনে মঞ্চ টিভি সিনেমায় দেখানোর
জন্য দারুণ চিত্তাকর্ষকভাবে কেউ করে অভিনয় ।


কিন্তু কেউ যেন জানে না জানতেও চায় না এত্তসব
পতিতাদের আগমন কোথা থেকে কিভাবে হয় ?  
জানে না কত জনার নয়নমণিদেরকে চাকরি বাকরি
প্রেম প্রীতির ফাঁদে ফেলে বেঁচে সেথা কত নির্দয় !


পতিতালয়কে রমারমা বাণিজ্য কেন্দ্র করে রাখা হয়
বলেই পৃথিবীটা আজ পাপ পঙ্কিলতায় বিষাদময় !
এটাই পৃথিবীটার পাপের সূতিকাগার এর জন্যই তো
সুবিকাশ হয়নি মানব সভ্যতার, হয় শুধুই অবক্ষয় ।    


রচনাকালঃ- দুপুর  ১২.১৫টা, শুক্রবার, ৫ অগ্রহায়ণ ১৪২৭,
৪ রবিউস সানি ১৪৪২, ২০ নভেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।