বহু দিন যাবত বহে চলেছি আমি
বহু লাঞ্চনা গঞ্জনা বঞ্চনার ভার
অত শত সইবার শক্তি নাই আর
কেন এতই নির্দয় হলো অন্তর্যামী  
জানিনা আমি যে কত বড় আসামি
দুঃখ কষ্টে অন্তর পুড়ে করছি ছাই
একদণ্ডও যদি কোথাও শান্তি পাই
এ জীবনে আর কত হবো সংগ্রামী ?


ক্লান্ত পরিশ্রান্ত দেহ চায় চিরশান্তি
কেটে গেছে সব মোহমায়া ভুলভ্রান্তি ।
পাষাণ গলবে না মাথা ঠুকে মরেও
লাভও নেই কারো জন্যে কিছু করেও   ।
এই পৃথিবীটা কারো জন্য স্বপ্নময়
কিন্তু আমার জন্য যে নির্মম নির্দয় !


রচনাকালঃ- রাত ১১:২৩টা, শুক্রবার, ১৪ পৌষ ১৪৩০, ২৯ ডিসেম্বর ২০২৩, মিরপুর,  ঢাকা ।