দিনদুপুরে চোখে ধুলো দিয়ে
একান্নবর্তী লোক ভর্তি বাড়ি ।
কালা চোরা সব করলো চুরি
রাখেনি একটি মাটিরও হাড়ি ।


চুরি করলেও করে সন্তর্পণে
করে কি এমনটা বাড়াবাড়ি ?
এ চুরির নাইরে জুরি ধরায়  
চুরির জন্য করেও মারামারি !  


চুরি করে ভুরি ভোজে খোঁজে
আবার সম্মানও কাড়ি কাড়ি ।
আহা চুরির ধনে রাজা সাজা
কত মজায় দেখিও বাহাদুরি !  


চিরচেনা চোর তোর জোড়
করে করল চুরির স্বৈরাচারী ।
সভ্য জামানায় এ চৌর্যবৃত্তি
দেখে সবে লজ্জায় মরি মরি !


গতকাল ৩০শে ডিসেম্বর হল
সেই দিন ইতিহাস সৃষ্টিকারী ।
২০কোটি লোক বুদ্ধু বানিয়ে  
সবারি জ্ঞাতসারে হল ভোটচুরি ।  


রচনাকাল- দুপুর ১.০৬টা ৩১/১২/২০১৮,
১৭ পৌষ ১৪২৫ মিরপুর, ঢাকা ।