শিমুল পলাশের ডালে ডালে যখন এসেছে
তোমার মন রাঙ্গানো রাঙ্গা ফাগুন ।
তখন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে
তোমায় হারানোর বেদনার আগুন ।


প্রকৃতির রঙ রূপের প্রেমে পড়ারও আমার
আর নেই সেই উচ্ছাস উদ্দীপনার দিন ।
তোমার প্রেমে পড়ে তা দ্বিগুন বেড়েই দপ
করে নিভে এখন শুনছি মরণ বীন !


কেউ যখন আসেনি জীবনে এই প্রকৃতিরই
সাথে ছিলাম একাত্ম পরম বন্ধুত্বে ।
তোমাকে পেয়ে যেন তা সোনায় সোহাগা
হয়ে ডুবেছিলাম উপলব্ধির গভীরত্বে ।


জীবদ্দশাতেই স্বর্গ পেলাম যেন তোমাদের
মতো দুই সত্তাকে এক সাথে পেয়ে ।
পরমানন্দে সেই দিনগুলি কেটেছিল তাই
ভেবেছিলাম কে সুখী আমার চেয়ে !


ভুলেও ভাবিনি আমিই হবো যে জগতের
সকল দুখীদের চাইতে সেরা দুখী ।
তবু হতাম সুখী যদি পৃথিবীর রঙ রূপের
স্বাদ যথাযথ আস্বাদনে তুমি হতে সুখী ।


কিন্তু না, জানি কাউকে পাবেনা তোমার
হাতটা ধরে কেউ চেনাবে প্রকৃতিটাকে ।
আর তাই কোনদিন প্রকৃত সুখীও হবেনা
প্রকৃতিতে একাত্ম না করলে নিজেকে ।


রচনাকালঃ- রাত ১১:০৪টা, ২১ মাঘ ১৩২৯,
৪ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।