সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা,
এ অবস্থা যখন সমাজটার ।
তবে প্রতিবাদ করে কি হবে গো
আর, এসো করি প্রতিকার ।


প্রতিবাদ সে তো শুধু ঐ জ্বালাময়ী
কথার একটিই মাত্র কাজ ।
তাতেই শুধরাবে নাতো আবহমান
কালের ঘুণে ধরা এ সমাজ ।


চিন্তা-চেতনায় চলনে বলনে সবে
মিলে আগে করি শুদ্ধাচার ।
তবেই তো আসবে সুখ শান্তি দূর
হবে যত অন্যায় অনাচার ।


আমরা আন্দোলন করে বদলাতে
চাই অন্যকে, সারা বিশ্বকে ।  
আগে উচিৎ ভেতর থেকে বদলাই
নিজেকে, নিজ পরিবারকে ।  


ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষা
যদি সবে না করি অনুসরণ ।
স্বপ্ন দেখা তবে বন্ধ করি অচিরেই
সবার হবে যে দুর্ভাগ্য বরণ !  

আমরা প্রচলিত প্রতিবাদের প্রথা থেকে সরে এসে এখন প্রতিকারের টেকসই পদ্ধতি অনুসরণ করে বিশ্ব সভ্যতার পরিবর্তন আনার জন্য আগে নিজেরা শুদ্ধাচার প্রক্রিয়া অনুসরণ করছি । এর লক্ষে শুদ্ধাচার নামক একটি গ্রন্থ প্রকাশ হয়েছে সবাই তা সংগ্রহ করে নিজেদের আলোকিত করি । বিস্তারিত দেখতে এই লিংকটি ভিজিট করুণ   http://manner.quantummethod.org.bd/bn  


রচনাকালঃ- সকাল ৭.২৬টা, শুক্রবার , ৩১ আশ্বিন ১৪২৭,
২৮ সফর ১৪৪২, ১৬ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।