মানুষ সামাজিক জীব তাই সমাজবদ্ধ ভাবে
বাস করতে গিয়ে সৃষ্টি করেছে প্রতিবেশি ।
রক্তীয় আত্মীয়ের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ
হেতু ইসলামে যার গুরুত্বও অনেক বেশী ।


সেই প্রতিবেশি আজ প্রতিহিংসায় লিপ্ত হয়ে
স্বীয় এলাকা রেখেছে সবচেয়ে হুমকিতে ।
দুনিয়াব‍্যপী কেউ অবাধে চললেও নিজেরই
এলাকায় থাকে সে প্রাণনাশের ঝুঁকিতে ।


শহুরে যান্ত্রিক যন্ত্রণাক্লিষ্ট মানুষের কাছে যে
গ্রামের ছিল সহজ সরল নির্মল পরিবেশ ।
আজ সে সকল গ্রাম কামাচ্ছে বদনাম যেথা
প্রতিহিংসায় পুড়ে যে সবে হচ্ছে নিঃশেষ ।


শুধুমাত্র রাজনৈতিক কারণেই জনপদগুলো
জঘন্য বিসম্বাদে লিপ্ত, যা চায় গনতন্ত্র ।
মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে ভেদ সৃষ্টি করে
শোষন আর ভোগ করাই যার মূলমন্ত্র ।


একই উদ্দেশ্যে শিক্ষা নৈতিকতার অবক্ষয়
ঘটিয়ে জাতিকে জানোয়ার বানাতে চায় ।
তাই প্রায় প্রতিটি মানুষের প্রতিবেশির কাছে
জানমালে নিরাপদে থাকা হয়েছে দায় ।


রচনাকালঃ- রাত১০.৫৮টা, সোমবার, ২৮ ভাদ্র ১৪২৮,
১৩ সেপ্টেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।