এই সমাজটা কখনও বদলাবেই না আর
করছি সবাই সতত অভিযোগের পাহাড় ।
তাই গড্ডালিকায় গা ভাসিয়ে চলি সবে
সমাজ ভাবনা আমার না সবার অনুভবে ।
ভিনগ্রহের কেউ এসে যেন দেবে বদলে
এমন ভাবনায় চলে হায় ! লোক সকলে ।
বরং একের অপরাধে হয় অন‍্যে উৎসাহি
দিনে দিনে সমাজের অবস্থাও ত্রাহি ত্রাহি ।
পাল্লা দিয়েই যেন বেড়ে চলেছে অপরাধ
একে একে ভেঙ্গে যাচ্ছে নৈতিকতার বাঁধ ।
কেউবা দেখে করে হা পিত‍্যেশ হায় হায় !
বড় জোড় প্রভুর কাছে এর দুঃখ জানায় ।
কিন্তু কেউই যেন করতে চায়না প্রতিকার
ঘৃণা কিংবা প্রতিবাদ করে থাকি নির্বিকার ।
বদলাবে কিনা আগে তো করি সেই চেষ্টা
করলেও বাগড়া দিয়ে মিটায় তার তেষ্টা ।
বলি জীবনে যদি থাকে একটি মাত্র কাজ
তাহলে চল সবে সমাজটাই বদলাই আজ ।
নয়তো সাধের এ মানব জন্ম যে অনর্থক
তাই সমাজটা শুদ্ধ করে জন্ম করি সার্থক ।
মানুষের চেষ্টায় হয় অনেক অসাধ‍্য সাধন
সবার উদ‍্যোগে এ আবার কি কাজ এমন ?


রচনাকালঃ- ১২.৩১টা, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ঠাকুরগাঁও ।